বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট ও ইন্সপেক্টোরাল এসোসিয়েশন বিরলে অনির্দৃষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে

0
99
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট ও ইন্সপেক্টোরাল এসোসিয়েশন বিরলে অনির্দৃষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট ও ইন্সপেক্টোরাল এসোসিয়েশন এর আয়োজনে, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেডেশনসহ ৪ দফা দাবীতে এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) ও হাম রুবেলা ক্যাম্পেইন বর্জনসহ সকল কার্যক্রম থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অনির্দৃষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে বিরল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দৃষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট ও ইন্সপেক্টোরাল এসোসিয়েশন।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক মইনুল হক, নজরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রেজাউল ইসলাম, দুলাল চন্দ্র রায়, ভবেশ চন্দ্র শীল, সহিদ সুলতান, গোলাম মোস্তফা, আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বিরল উপজেলা শাখা’র সভাপতি ও স্বাস্থ্য সহকারী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মনছুরা বেগম, তপন চন্দ্র রায় প্রমুখ। গত ২৬ নভেম্বর থেকে এ কর্মসূচী লাগাতারভাবে চলমান থাকায় সেবা গ্রহীতারা এসে টীকা গ্রহণসহ অন্যান্য কার্যক্রমে সেবা না পেয়ে ফেরৎ যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে এ উপজেলার সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here