বাগেরহাটে দিনে দুইবার পানিবন্দী হচ্ছে তিন শতাধিক পরিবার

0
83
বাগেরহাটে দিনে দুইবার পানিবন্দী হচ্ছে তিন শতাধিক পরিবার

জোবায়ের ফরাজী,বাগেরহাট: দেশের প্রায় সকল জায়গায় ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতি মোটামুটি কাটিয়ে উঠলেও বাগেরহাটে দেখা মিলছে তার ভিন্ন চিত্র । এখনও দিনে দুইবার ডুবছে জেলার শরোনখোলা উপজেলার বগী-গাবতলার তিন শতাধিক পরিবার। শুক্রবার ঐ এলাকায় গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড় আম্ফানে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পূর্ণিমার প্রভাবে গত দুদিন ধরে বলেশ্বর নদের জোয়ারের পানি হু হু করে ঢুকে প্লাবিত হচ্ছে কয়েক গ্রাম। বসত ঘরের মধ্যে হাঁটু পানি। রান্না-বান্না বন্ধ। দুর্ভোগের আর অন্ত নেই যেন ওই পরিবারগুলোর।

ভুত্তভোগীরা জানান, “প্রতিদিন দুইবার জোয়ারের পানিতে তাদের ডুবতে হচ্ছে। ঘরবাড়িতে থাকার কোনো উপায় নেই। ঘরের মধ্যে পানি উঠে যায়। চুলায় পানি জমে থাকায় অনেকের বাড়িতে রান্না-বান্না হয়না। এখন পানিতে ডুবে মরতে হচ্ছে আমাদের। এভাবে কোনো মানুষ বসবাস করতে পারে?”এদিকে ঘূর্ণিঝড় এর পর প্রায় ১৫দিন অতিবাহিত হলেও সেখানে বেড়িবাঁধের কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, শরণখোলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদের ভাঙনকবলিত বগী-গাবতলা এলাকার দুই কিলোমিটারে রিংবাঁধ নির্মানের জন্য সরকারি আদেশ দেওয়ার কথা। ঐ এলাকায় সেনাবাহিনীর তত্বাবধানে রিং বেড়িবাঁধ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে তারা ক্ষতিগ্রস্থ এলাকায় প্রাথমিক জরিপ করেছেন। শিগগিরই কাজ শুরু হতে পারে বলে জানান এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here