বেসরকারি ল্যাবে বিনামূল্যে করোনা পরীক্ষা করতে পারবে গরিবরা

0
190
করোনা পরীক্ষা

সাবিহা মঞ্জুর অনিকা, ঢাকা প্রতিনিধি : করোনাভাইরাস পরীক্ষা নিয়ে গত সপ্তাহে দেওয়া নির্দেশ বাতিল করেছে ভারতের শীর্ষ আদালত। দেশটির সুপ্রিম কোর্ট জানায় যে শুধু গরিবরাই বিনা পয়সায় বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে পারবেন। গত সপ্তাহে আদালত বলেছিল যে সবাইকে ফ্রি তে টেস্ট করতে দিতে হব।

সেই নির্দেশের পর বেকায়দায় পরেন বেসরকারি ল্যাবগুলো। তারা পুনরায় আদালতের দ্বারস্থ হয়। এবার সেই আবেদনে সাড়া দিয়ে নিজেদের রায় সংশোধন করল শীর্ষ আদালত।

দুই বিচারপতির বেঞ্চ বলেছে যে যাদের ৪৫০০ টাকা দিয়ে টেস্ট করানোর সামর্থ নেই, তারা বেসরকারি ল্যাবে বিনামূল্যে পরীক্ষা করে নিতে পারেন। কারা এই সুবিধা পাবেন, সেটিও বলে দিয়েছে আদালত।

এসময় বলা হয়, যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যারা ডিরেক্ট বেনেফিট ট্রান্সফারের সুযোগ পান, তাদের বিনামূল্যে টেস্ট করার সুযোগ দেওয়া উচিত বলে জানায় আদালত।

এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এক সপ্তাহের মধ্যে কেন্দ্রকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে কীভাবে বেসরকারি ল্যাব এই ফ্রি টেস্টের টাকা নিতে পারবে সরকারের থেকে, তার জন্যেও নির্দেশিকা দিতে নির্দেশ দেন আদালত। দৈনিক বার্তা ২৪ / ১৪ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here