বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঠাকুরগাঁওয়ে ভাইকে কুপিয়ে হত্যা

0
160
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঠাকুরগাঁওয়ে ভাইকে কুপিয়ে হত্যা

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঠাকুরগাঁও সদরে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী কয়েকজন কিশোর। ঘটনার পর পুলিশ সাত জনকে গ্রেপ্তার করেছে।৩ মে রোববার বিকাল ৩টার দিকে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের মধ্য ভোপলা গ্রামের হেলাল ইসলাম ওরফে নাপিত (২২), পশ্চিম ভোপলা গ্রামের নাঈম ইসলাম নাসির (১৯), সোহেল ইসলাম (২২), উত্তর বোচাপুকুর গ্রামের আল আমিন ইসলাম শাহিন (২০), বোচাপুকুর বিশুরদিঘী গ্রামের সামিউল ইসলাম (২৬) এবং বোচাপুকুর ডাক্তারপাড়া গ্রামের দুই কিশোর, যাদের বয়স ১৭ বছর।পুলিশ সুপার মনিরুজ্জামান মনির বলেন, গ্রেপ্তাররা ওই ইউনিয়নের পশ্চিম ভোপলা গ্রামের এক কিশোরীকে প্রায় সময় উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করে কিশোরীর ৮ম শ্রেণিতে পড়ুয়া ছোট ভাই (১৫)। এতে ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তার কিশোর গ্যাং এর সদস্যরা ওই স্কুলছাত্রেকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এসপি বলেন, বিষয়টি মীমাংশা করে দেওয়ার নাম করে গত ২৪ এপ্রিল কিশোর গ্যাং এর সদস্যরা কৌশলে ওই স্কুলছাত্রকে বাড়ির পাশে ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে লাশ পাশের ধান ক্ষেতে ফেলে চলে যায়।এসপি জানান, পরদিন (২৫ এপ্রিল) স্থানীয়দের কাচে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় ওইদিনই নিহতের বড়ভাই অজ্ঞাতনামাদের আসারি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এসপি মনিরুজ্জামান মনির বলেন, “৩০ এপ্রিল গ্রেপ্তারকৃত সাত জনের মধ্যে তিন জন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেন। আদালতে তারা হত্যাকাণ্ডে জরিত থাকার কথা স্বীকার করেছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here