ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৫ জন হেফাজতের কর্মী গ্রেফতার

0
272
হেফাজতের কর্মী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৫ জন হেফাজতের কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্রাহ্মণবড়িয়ার আরও ৫ জন হেফাজতকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় পুলিশ বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

হেফাজতের কর্মী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৫ জন হেফাজতের কর্মী গ্রেফতার

পুলিশ জানায়, সহিংস ঘটনার প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫৬টি মামলা হয়েছে।

এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এসকল মামলায় এখন পর্যন্ত নতুন ৫ জনসহ ৩৯২ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরিতে পরিণত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here