ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সাভারের রানাপ্লাজা ট্রাজেডির মূল হোতা রানার জামিন স্থগিত করেছে

0
88
ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সাভারের রানাপ্লাজা ট্রাজেডির মূল হোতা রানার জামিন স্থগিত করেছে

মোঃইয়াসিন, সাভার(ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর সাভারের বহুল আলোচিত মর্মান্তিক রানা প্লাজা ট্রাজেডির মূল হোতা সোহেল রানার বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় জামিন স্থগিত করেছেন হাইকোর্ট। হাইকোর্টের নিয়মিত বেঞ্চ চালু হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে।

সোমবার(৮ জুন)বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

মামলায় গত ১৭ মে ২০২০ ইং তারিখে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত রানার জামিন মঞ্জুর করেন। এই জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৮ই জুন ২০২০ইং তারিখে আবেদনের ওপর হাইকোর্টে শুনানি হয়। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আলমগীর হেগাসেন ও মো. কায়সার জাহিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here