মধুমতি এক্সপ্রেস ( ১ম পর্ব )

0
274
Fahim Hasan

     মধুমতি এক্সপ্রেস ( গল্প )

      আমার বন্ধুরা বলে বাসে,ট্রেনে এতো যাএা করলাম কোনোদিন পাশে একটা মেয়ের ছিট পরেনি কিন্তু কালকে আমার পাশে একটা মেয়ের ছিট  পরেছিলো। ভেরামারা থেকে মেয়েটি ট্রেনে ওঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার কারনে ট্রেনে প্রচন্ড ভির। আমি খুব কষ্টকরে ট্রেনের টিকিট পেয়েছিলাম। তারপর আমি ট্রেনে বসে কিছুক্ষণ পরে দেখি আমার পাশে একটা মেয়ে এসে বসলো। আমার তখন মানমে লাড্ডু ফুটলো। নেও ঠেলা মেয়ের সাথে দেখি ওর বাবা আর মা ও আছে। আমাকে ঐ মেয়ের মা বলছে বাবা তুমি একটু পাশের ছিটে বসবে?  আমি আর আমার মেয়ে একসাথে বসি তুমি ওর বাবার সাথে বসো। আমি তাই করলাম।  এখন মেয়েটি আমার সামনের ছিটে বসে আছে আর আমার পাশে মেয়েটির বাবা বসে আছে। কেনো যানিনা মেয়েটি আমার দিকে আর চোখে বারবার করে দেখছে।পরে বুঝতে পারলাম মেয়েটির বাবা মা সাথে ছিলো তাই। আনেক সময় মনে হচ্ছিলো যে আমার সাথে কথা বা আলাপ করতে চাই কিন্তু সুযোগ পাচ্ছেনা। মেয়েটির চোখে মুখে কেমন যেনো একটা লাজুক লাজুক আর মিষ্টি হাসির ভাব ছিলো। ট্রেনেরর পুরো বগিতে ছাএ ছাএী আর অভিভাবকের ভির। কেও পড়াশোনা নিয়ে ব্যাস্ত,কেওবা গল্প করছে মজা করছে আমার গান করছে কিন্তু পুরো বগিতে কেও চুপ করে বসে ছিলোনা।  কিন্তু আমি আর ঐ মেয়েটি চুপ করে বসে ছিলাম আর চুপিচুপি একে অপরকে দেখছিলাম। কেনো জানিনা এক অজানা টানে বার বার আমি ঐ মেয়েকে দিকে চুপিচুপি দেখছিলাম।মেয়েটিও তাই করছে।  এভাবে অনেকটা পথ চলে আসার পরে। আমার মনে হচ্ছিলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? মেয়েটি আমার সাথে অনেক বার কথা বলার চেষ্টা করেছে আবার আমিও কম চেষ্টা করিনি কথা বলার কিন্তু মেয়েটি বাবা-মা এর জন্য কথা বলতে পারলাম না। এক সময় নিজের কাছে মনে হতে লাগলো অনেক বড় কিছু নিজের থেকে দূরে চলে যাবে। কিন্তু আমি নিরুপায় ইচ্ছা থাকলেও তাকে আটকে রাখতে পারবোনা। রাজশাহী ষ্টেশনে ট্রেন ঢুকছে এমন সয়ম আমি মেয়েটির দিকে তাকাতেই দুইজনের চোখে চোখ পরলো। তখন মেয়েটির চোখে কেমন যেনো একটা মায়া ছিলো। মুখে কথা না হলেও চোখে চোখে কিছু সময় কথা হলো……. রাজশাহীতে ট্রেন থামার পরে সবাই নামছে মেয়েটি বাবাও বেগ হাতে করে নামছে।  আমি মেয়েটি পিছে পিছে ট্রেন থেকে নামার জন্য যাচ্ছি এমন সয়ম মেয়েটি দেখি আমার হাতে আস্থে করে একটা ছোট কাগজ হাতে দিয়ে চলেগেলো………….



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here