মধুমতি এক্সপ্রেস (২য় পর্ব)

0
112
ফহিম হাসান

মধুমতি এক্সপ্রেস (২য় পর্ব)

কাগজে কি লিখাছিলো? আমি নিজেই নিজেকে প্রশ্ন করছিলাম। আমি ভিরের ভিতরে কাগজটি দেখতে পারছিলাম না। একটু ঠেমে দূরে গিয়ে কাগজটি খুলে দেখলাম কাগজে আসলে একটা নাম্বার লেখা ছিলো। আমি ট্রেন থেকে নেমে ঐ নাম্বারে কল করি কিন্তু কল রিসিভ করলোনা কেটে দিলো। কিছুক্ষণ পরে দেখি ঐ নাম্বার থেকে একটা মেসেজ এসেছে তাতে লেখা ছিলো এখন কল করোনা আব্বু সাথে আছে আমি রাতে মেসেজ করবো তোমাকে।আমি ওর মেছেজের অপেক্ষায় থাকলাম ঠিক রাত ১১টা ৫৬ মিনিট ৩৪ সেকেন্ডে ওর মেসেজ আসলো তাতে লেখা ছিলো ” sorry ফাহিম কিছু মনে করোনা ঐ সময় কল রিসিভ করতে পারিনাই। তো তোমার সফর কেমন কাটলো ট্রেনে? আমি ওর মেসেছ পেয়ে হতবাগ ও আমার নাম জানলো কেমন করে? আমি ওকে প্রশ্নকরি তুমি আমার নাম জানলে কেমন করে? ও উত্তর দিলো আমি শুধু তোমার নাম না তোমার সম্পর্কে সব কিছু জানি। এই কথা শুনে আমি আবার প্রশ্ন করলাম কেমন করে একটু শুনতে পারি? ও বললো তোমাকে সব কিছু বলার জন্যইতো মেসেজ করলাম আচ্ছা ৫ মিনিট পরে ফোন করে সবকিছু বলছি আমি বললাম ঠিক আছে। তখন আমি আমার বন্ধু অবুজের বাড়িতে ছিলাম আমি টেনশনে বসে আছি আর ঐ বেটা পরে পরে ঘুমাচ্ছে। অবুজের বাড়ির সামনে পদ্মা নদী ওর রুমের দরজা খুলে রাতের নদীর দৃশ্য উপভোগ করছিলাম। নদী থেকে কেমন যেনো একটা মাতাল করা শীতল বাতাস আমার দিকে ধেয়ে আসছিলো। আমি সেই শীতল বাতাসে বসে তার ফোনের অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে ও ফোন করলো আমি রিসিভ করলাম তখন ও বললো বলো কি কি প্রশ্ন আছে তোমার? আমি বললাম তুমি আমার সম্পর্কে কেমন করে জানো ও তখন আমার নাম বললো তারপর আমার পরিবারের সবার নাম বললো আমি কি করি ও সব কিছু বললো। ওর কথা শুনে আমার মাথাই আর কাজ করছিলো না শুধু প্রশ্ন আর প্রশ্ন মনে হচ্ছিলো। কিছুক্ষণ পরে ও বললো ওরে পাগল তুমি আমার ফেসবুক ফ্রেন্ডলিষ্টে আছো আর তাই তোমার সম্পর্কে এতো কিছু জানি আর তোমার সব ছবিতে আমি লাইক দেই তোমার প্রফাইল প্রায়দিনই আমি দেখি। তোমাকে আমার খুব ভালোলাগে এটা ভালোবাসা না কি তা আমি ঠিক জানিনা আর দেখো আল্লার রহমতে তোমার সাথে আমার ট্রেনে দেখা হলো তোমাকে দেখে আমি কি খুসি হয়েছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবোনা। আর আমি মনে মনে বলছিলাম
এই যাত্রা যেনো শেষ না হয়।আরো অনেক কথা বলেছিলো। তারপর আমি ওর কাছে ওর সম্পর্কে জানতে চাইলাম তখন ও ওর সম্পর্কে অনেক কিছু বললো। অনেক সময় কথা হলো ফোনে অবশেষে ও আমাকে বললো আমিকি তোমার বন্ধু হতেপারি? অমি বললাম কেন নই কিন্তু বন্ধু হলেই শেষ হবেনা বন্ধুত্ব রাখতে হবে

ফাহিম হাসান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here