মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু দুর্গাপূজা

0
109
মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু দুর্গাপূজা

চণ্ডি ঘট স্থাপন ও বিহিত পুজোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে সমবেত হন ভক্তরা, প্রার্থনায় কামনা করা হয় রোগমুক্তি ও শান্তি।

শারদীয়ার আবাহন। শাঁখ ঢাক কাঁসার ঘণ্টা আর উলুধ্বনিতে আনন্দময়ীর আগমনী গান, মহাষষ্ঠীতে মহাসমারোহে পূজিত হলেন মহামায়ার আরেক রূপ শ্রী শ্রী চণ্ডী। শুরুতে বেলতলায় ষষ্ঠী কল্পারম্ভের দেবীর অর্চনা, এরপর চণ্ডীপাঠ করে ঘটে প্রাণ সঞ্চার করে ষোড়শ উপচারে বিহিত পূজা।সবশেষ ধূপ পঞ্চপ্রদীপে মঙ্গল আরোতি পর দেবী চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। ষষ্ঠীর সন্ধ্যায় অধিবাস শেষে বেলতলা থেকে মূল মণ্ডপে প্রতিস্থাপন হবে মঙ্গল ঘট।

করোনা মহামারির কারণে এবারের দুর্গাপূজায় নেই তেমন আমেজ। দুপুরেই শেষ হবে দেবীর ষষ্ঠীবিহিত পূজা।সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। জনসমাগম এড়াতে দেয়া হয়েছে কয়েক দফা নির্দেশনা। গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here