মিরপুরে ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

0
196
মিরপুরে ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে কুষ্টিয়ার মিরপুরে। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

এ অবস্থায় কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস উপজেলা কৃষি অফিসের সামনে স্থানীয় এক কৃষকের হাতে জাপানের তৈরি একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।

ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই কৃষক হলেন-উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মোঃ এখতিয়ার হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দিক নির্দেশনা পালন করে যাচ্ছে কৃষি বিভাগ।
কম্বাইন্ড হারভেস্টার মেশিনটির মূল্য ১৮লাখ টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিনটি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ শামসুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহিরুল ইসলাম প্রমুখ। দৈনিক বার্তা ২৪ / ১৬ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here