মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গড়াই নদীর তীরে ‘নোঙর, কুষ্টিয়া’র বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

0
95
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গড়াই নদীর তীরে 'নোঙর, কুষ্টিয়া'র বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

প্রিতম মজুমদার, কুষ্টিয়া প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ এর দেশব্যাপী ১০০ নদীতীরে বৃক্ষরোপনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘নোঙর, কুষ্টিয়া’র উদ্যোগে আজ ৩০ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১ টায় গড়াই নদীর তীরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ, ইবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান লেখক গবেষক ড. আমানুর আমান এবং জাতীয় মহিলা সংস্থা, জেলা শাখার চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, জেলা শাখার সভাপতি জেব-উন-নিসা (সবুজ)৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ মানুষের জন্য’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দিন মিলন এবং কুষ্টিয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী নিশান৷

‘নোঙর,কুষ্টিয়া’র আহবায়ক খলিলুর মজুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ভিডিও কলের মাধ্যমে ‘নোঙর’ এর স্বপ্নদ্রষ্টা ও কেন্দ্রীয় সভাপতি সুমন শামস বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন৷ স্বাগত বক্তব্যে ‘নোঙর, কুষ্টিয়া’র সদস্য-সচিব শৈবাল আদিত্য অতিথিবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন৷ গাছের চারা দিয়ে সহযোগীতা করবার জন্য তিনি ‘সবুজ পরিবেশ আন্দোলন’ এবং ‘সম্মিলিত সামাজিক জোট’কে কৃতজ্ঞতা জানান৷

অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং ‘নোঙর, কুষ্টিয়া’র সদস্যবৃন্দ গড়াই নদীর তীরে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করেন৷

এসময় প্রধান অতিথি আতাউর রহমান আতা বলেন, গাছ মানুষের সবচেয়ে বড় বন্ধু৷ প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপনের বিকল্প কিছু নেই৷ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন বিশেষত যুব সমাজ বৃক্ষরোপনে উদ্যোগী হয়েছে যেটা খুবই আশার কথা৷

তিনি গড়াই নদীসহ জেলার অন্যান্য নদীর তীরে বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করায় ‘নোঙর, কুষ্টিয়া’র সদস্যদের তাঁর উপজেলা প্রশাসন এবং কুষ্টিয়ার উন্নয়নের রূপকার সদর আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব-উল-আলম হানিফের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে গাছ লাগানোর পাশাপাশি রোপনকৃত গাছের পরিচর্যা ও মনিটরিংয়ের উপর জোর দেন৷ তারা বলেন, করোনা মহামারী কালে মানুষকে আজ কৃত্রিম ভাবে অক্সিজেন কিনে ব্যবহার করতে হচ্ছে৷ কিন্তু বেশী বেশী গাছ লাগালে আমরা প্রাকৃতিকভাবে আরো বেশী বিশুদ্ধ অক্সিজেন পাবো৷

অনুষ্ঠানে ‘নোঙর, কুষ্টিয়া’র পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন শামস-ই-তানভীর, প্রীতম মজুমদার, রাকিবুল হাসান (রিকো), নাব্বির আল নাফিজ প্রমুখ৷

সভাপতির বক্তব্যে ‘নোঙর, কুষ্টিয়া’র আহবায়ক খলিলুর মজু সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ‘নোঙর, কুষ্টিয়া’র সদস্য-সচিব কবি ও সাংবাদিক শৈবাল আদিত্য৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here