নিজস্ব প্রতিনিধি: ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ শেষ পর্যন্ত ড্র দিয়ে শেষ হয়েছে। কিন্তু চূড়ান্ত ফলের আগেই দুঃসংবাদ পেতে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনকে।
ম্যাচ শেষ হওয়ার আগেই ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার শাস্তি পেয়েছেন পেইন। এ ছাড়া তার নামের সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
সিডনি টেস্টে পল উইলসনের সঙ্গে মেজাজ হারানোয় এ শাস্তির মুখোমুখি হয়েছেন পেইন। ম্যাচের তৃতীয় দিন একটি রিভিউয়ের সিদ্ধান্ত নিজেদের পক্ষে না আসায় আম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন তোলেন অজি অধিনায়ক। এ ঘটনায় বেশ কড়া প্রতিবাদও করেন তিনি।
এ অপরাধে নিষেধাজ্ঞার শাস্তির বিধানও রয়েছে আইসিসির। তবে এ যাত্রায় তা হয়নি। লেভেল ওয়ান অপরাধ করলেও, একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।









