রংপুর ব্যাটালিয়ন ৫১বিজিবি’র পাটগ্রামে জরুরি এাণ সামগ্রী বিতরণ

0
104
রংপুর ব্যাটালিয়ন ৫১বিজিবি'র পাটগ্রামে জরুরি এাণ সামগ্রী বিতরণ

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন সাহেবডাঙ্গা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ দুপুর ১২ টায় ঢাকাস্থ মহাখালী ডিওএইচএস ক্লাব কর্তৃক প্রদত্ত এাণ সামগ্রী রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে সীমান্তবর্তী এলাকার দুস্থ ও গরীব অসহায় জনসাধারণের মাঝে বিতরন করা হয়। প্রতি বস্তায় ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার তৈল, ১কেজি লবণ, ২০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৭৫ গ্রাম গুড় দুধসহ প্রায় ১৪ কেজি খাদ্য সামগ্রী ছিলো। এসব জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন লে: কর্ণেল মুহাম্মদ ইসহাক, পিএসসি পরিচালক ও অধিনায়ক রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি। উল্লেখ নীলফামারী ও লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকার ২ হাজার ৩ শত ৫ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে এসকল জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতা পাটগ্রামে ৩শত ৫ জন কে ঈদ উপহার সহ জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব জরুরি খাদ্য সামগ্রী হাতে পেয়ে উপকার ভোগীগন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজিবি’র এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান। এসময় সংশ্লিষ্ট কোম্পানির বিওপি কমান্ড, ইউপি চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যাক্তিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here