বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে “রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বিবৃতি”

0
209
রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে "রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বিবৃতি"

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে কবিগুরুর নামে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় “রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের” পক্ষ থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দেওয়া হয়েছে। উদযাপিত হয়েছে ১৫৯ তম জন্মজয়ন্তী ।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম এক বাণীতে বলেন বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ, সমাজ সংস্কৃতির সকল স্তরে বিচরণকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিনে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠি হবার পর থেকেই প্রতি বছর কবিগুরুর জন্মজয়ন্তী ও প্রয়াণদিবসের অনুষ্ঠান উদযাপন করে আসছে। কিন্তু এ বছর করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কবিগুরুর ১৫৯ তম জন্মদিন কোন আনুষ্ঠানিকতা ছাড়াই পালিত হচ্ছে।

তিনি আরও বলেন রবীন্দ্র সাহিত্যের উৎকর্ষ সাধনের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত কাজ করে চলেছে। সর্বোপরি প্রতিষ্ঠানটিকে তিনি সাহিত্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে তিনি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ করে মানুষ পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

[ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে “রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বিবৃতি” ]

আরও পড়ুন:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here