রাঙ্গুনিয়া স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

0
109
রাঙ্গুনিয়া স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তরজেলার আওতাধীন রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা কমিটি গঠন কল্পে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় নগরীর কাজির দেউড়ির নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও গতিশীল করার জন্য আমাদের ওপর যে ঈমানী দায়িত্ব দেয়া হয়েছে, আমরা তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যথাযথভাবে পালন করবো। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাবে। আজকে সমগ্র বাংলাদেশে স্বেচ্ছাসেবক দল একটি মডেল সংগঠন হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বিএনপি, যুবদল, ছাত্রদল যেখানে ব্যর্থ হবে, সেখানেই স্বেচ্ছাসেবক দল ভূমিকা রাখবে। আমরা সেভাবেই সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় স্বেচ্ছাসেবক দলকে মাঠে ময়দানে সংগঠিত করার জন্য চেষ্টা চালাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আজ একজন ব্যাক্তির কথা না বললে অকৃতজ্ঞ হয়ে যাবো, তিনি হলেন আমার নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। আজ যদি তিনি বেঁচে থাকতেন, তাহলে হয়তো তিনি আমাকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি বানিয়ে দিতেন। আজকে উনার সুযোগ্য সন্তান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি সদস্য জনাব হুম্মাম কাদের চৌধুরী বিএনপির রাজনীতিতে বাবার হাল ধরেছেন। অতএব হুম্মাম কাদের চৌধুরী আগামী দিনে বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিবেন। তাই রাঙ্গুনিয়ায় আগামী যে কমিটি হবে, তা হুম্মাম কাদের চৌধুরীর মতামতের ভিত্তিতেই একটি যোগ্য নেতৃত্ববহ কমিটি স্বেচ্ছাসেবক দলকে দেয়ার চেষ্টা করবো। বিগত আন্দোলনে যারা মাঠে ময়দানে ছিল, তাদেরকে নেতৃত্বে নিয়ে আসার জন্য কেন্দ্রে সুপারিশ করবো।’

প্রধান বক্তা মোঃ মোকসেদ আলম বলেন, ‘হুম্মাম কাদের চৌধুরী প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর উত্তরসূরী। এই হুম্মাম কাদের চৌধুরীকেও ওরা চেয়েছিল তাঁর বারার মতো শেষ করে দিতে। কিন্তু বাবাকেতো পরিকল্পিতভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। হুম্মামকেতো সেভাবে হত্যা করতে পারবেনা, কারণ বিশ্ব ও মানবাধিকারের সংগঠন গুলো তা মেনে নেবেনা। তাই তারা আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে গুম করেছিল। সুতারং ওরা নির্যাতন থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কেউ রেহাই পাইনি। আমরা কমিটি অনুমোদনের ক্ষেত্রে সে বিষয়টা মাথায় রাখবো।’ বিশেষ অতিথি বক্তব্য এম জি মাসুম রাসেল বলেন, চট্টগ্রাম তথা মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী। আমরা ছাত্র রাজনীতি করার সময় ঐ নেতা সহচার্য্য পেয়েছি। এই পরিবারের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। তাই চৌধুরী পরিবারের প্রতি যথাযোগ্য মর্যাদাকে প্রধান্য দিয়ে হুম্মাম কাদের চৌধুরীর মতামতের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভায় স্বেচ্ছাসেবক দলের কমিটি উপহার দেয়ার চেষ্টা করবো এ আশ্বাস আপনাদেরকে দিতে পারি।’

রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওয়াকিল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাজী মোঃ ইলিয়াছ শিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মোঃ শওকত আজম খাজা। প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মোঃ মোকসেদ আলম। বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক এম জি মাসুম রাসেল, চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোরসালিন ও চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার উদ্দীন সেলিম। এসময় উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, জসিম উদ্দিন চৌধুরী, ইউসুফ তালুকদার, সাফায়েতুল ইসলাম সাবাল, নুরুল হুদা সোহেলসহ স্বেচ্ছাসেবক দলের রাঙ্গুনিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিপুল নেতাকর্মী উপস্থিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here