রাজশাহীর দুর্গাপুরে যুব সমাজের উদ্যোগে জীবানুনাশক স্প্রে প্রয়োগ

0
181
রাজশাহীর দুর্গাপুরে যুব সমাজের উদ্যোগে জীবানুনাশক স্প্রে প্রয়োগ

রাজশাহী প্রতিনিধি : প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউপির তেঘরপাড়া গ্রামের বিভিন্ন রাস্তায় ও বাড়ির আশেপাশে জীবানুনাশক স্প্রে দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করছে এলাকার যুব সমাজ।

বুধবার সকাল থেকে যুব সমাজের উদ্যোগে গ্রামের রাস্তা ও প্রতিটি বাড়ির আশেপাশে জীবানুনাশক স্প্রে করে পরিস্কার আভিযান শুরু করেন তারা।
স্থানীয় যুবক সফিকুল ইসলাম, আনোয়ার ,রানা, মতিউর, তুহিন, রাজন, আলআমীন,আজাদ সুজাদ,মুক্তার, নাইম, মাসুদ,সোহান,নাহিদ, রাব্বি, জীবনসহ বেশ ক’জন যুবক মিলে সকাল থেকে একালায় ব্যাপক ভাবে জীবানুনাশক ছিটায়।সেই সাথে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বের না হয়, বাহির হলে যেন মাস্ক পরে বের হয় এবং বার বার সাবান দিয়ে হাত পরিষ্কার করে সে ব্যপারে সচেতনতা মূলক প্রচারণাও চালান।  
এদিকে গ্রামের তরুণ যুবকদের এমন সমাজ সচেতনতামূলক কাজকে প্রশংসার চোখে দেখছেন এলাকার লোকজন।
ওই গ্রামের বাসিন্দা ও দলিল লেখক, দুর্গাপুর সাব-রেজিস্ট্রী অফিসের কর্মকর্তা আক্কাস আলী জানান, গ্রামের লোকজন করোনা নিয়ে তেমন সচেতন না। আর এই অসচেতন গ্রামের খেটে খাওয়ার মানুষদের সচেতন করতে এগিয়ে এসেছে গ্রামের একদল শিক্ষিত সচেতন যুব। তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here