রূপগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
81
রূপগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মুরাদ হাসান, রূপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। তবে বিগত ৩৮ বছর ধরে যেভাবে শাহাদাৎ বার্ষিকী পালন করেছেন এবার তার ব্যতিক্রমভাবে পালন করেছেন। কোন ধরনের খাওয়ার আয়োজন ছাড়াই শাহাদাৎ বার্ষিকী পালন হয়েছে। মেজর জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের সাধারন ও খেটে খাওয়া মানুষদের খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এছাড়াও শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা, দোয়া করা হয়েছে দেশবাসীর জন্য। করোনা ভাইরাস দুনিয়ার জমিন থেখে উঠিয়ে নেয়ার দরখাস্ত করে ইমাম উপস্থিত সবাইকে নিয়ে মোনাযাত করেন। মোনাযাত শেষে ২০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
৩১ মে রবিবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় দোয়া মাহফিল শেষে ২,শ দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন, তারাবো পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন, কায়েতপাড়া ইউনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এড. গোলজার হোসেন, জেলা জাসাস সভাপতি জাকির হোসেন, জেলা ওলামাদলের সভাপতি জাকারিয়া, চনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিজি, জেলা তাতীদলের সভাপতি শুকুর মাহমুদ, উপজেলা মাহিলা দলের সভাপতি হাওয়া বেগম, রমিজ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আবু মাসুম, দাউদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। এব্যাপারে মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, দেশে করোনা ভাইরাসের কারনে সাধারন মানুষ কাজ করতে পারছেন না। তাদের ঘরে খাবার নেই। আমরা সাধারন মানুষের পাশে দাড়ানোর জন্যই এ আয়োজন করেছি। আজকের এইদিনে আমরা আমাদের দুঃখি মানুষদের পাশে দাড়াতে পেরে ভাল লাগছে। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন স্পষ্টবাদী ও দেশের উন্নয়নকামী নেতা। তিনি দেশ ও জনগণের কথা ভাবতেন।

দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করতেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে ভবিষ্যতে থাকবে। হুমায়ূন বলেন, গত কয়েকদিন ধরে রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতারা বিভিন্ন ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাযাতের আয়োজন করেন। মোনাযাত শেষে তারা বিভিন্ন প্রজাতীর ফলদ চারা রোপন করেন। এত ভাল কাজে সকলের সহযোগিতা থাকবে এমনটাই আশাকরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here