লিপিবদ্ধ বলে কিছু নেই

0
90

ইসমত শিল্পী

কবিতায় কি মৃত্যু এড়াতে যায়!
আমিই কি এড়াতে পেরেছি তাকে ?
আমাদের জলপাই রং ঘরে, কবেই
শোকের পতাকা টাঙিয়ে দিয়েছে অচেনা ফাল্গুন
ঘিরে আছে শোকাতুর শীত
বিদগ্ধ শ্রাবণ।

এক সময় ফাল্গনী মশলার ঝাঁঝে
পাড়াশুদ্ধ লোক জেগে থাকতো
আমিও জেগে জেগে কবিতা লিখতাম
আমার মতে জেগে থাকা মানেই এক ধরনের বেঁচে থাকা
সমার্থক শব্দ ঘিরে কীইবা হয়েছে কবে!
ওসব নিয়ে ভাবতেও ইচ্ছে করে না আর

ভেবে কোনো লাভ হবে না বস্!

মৃত্যুকে এড়াতে চাইলেও বাঁচা যাবে না জানি
রোদহীন বোধহীন স্বপ্ন বুকে ধরে কীইবা লাভ!
আমাদের বোধ কবেই তো হয়েছে হত্যা
এইসব জনপদ জলপথে ঢেলেছে আগুন
অচেনা পথের ভেতরে ঢুকে গেছে সাপেক্ষ সময়
লিপিবদ্ধ বলে আর কিছুই নেই এখন
বরং বোধহীন হও, বাঁচার তাগিদে বাঁচো
বরং মৃত্যুকে শব্দহীন করতে কবিতা বানাও
প্রতিদিন মরে যাবার বদলে একবার বাঁচো।

বাচা মরার হিসেবে কোনো লাভ নেই বস্
কাফনের চাইতে বোধহীন কবিতা বরং ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here