লোকালয়ে অজগর উদ্ধার,সুন্দরবনে অবমুক্ত

0
83
লোকালয়ে অজগর উদ্ধার,সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার পৃথক দুই গ্রাম থেকে দুইটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের আ. হক মল্লিকের মুরগির খোপ থেকে প্রায় ১০ফুট লম্বা অজগর ও বিকেলে রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা গ্রামের সঞ্জয় কুন্ডুর বাড়ির কুমড়ার মাচার জালে আটকে পড়া ৮ ফুট লম্বা আরেকটি অজগর ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

পূর্ব সুন্দরবনের (শরণখোলা রেঞ্জের) সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান,“সোমবার দুপুরে সোনাতলা গ্রাম থেকে এবং বিকেল তিনটার দিকে লাকুড়তলা গ্রামে জালে আটকে পড়া অজগর দুইটি ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। পরে, এইদিন সন্ধ্যায় সাপ দুটিকে বনের ১ নম্বর শরণখোলা ও ২৪ নম্বর ভোলা কম্পার্টমেন্ট এলাকার বনে অবমুক্ত করা হয়েছে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here