লোহাগাড়ায় গ্যাসের আগুনে মুহুর্তেই ৩ ভাইয়ের বসত ঘর পুড়ে ছাই। ব্যাপক ক্ষতির আশঙ্কা

0
97
লোহাগাড়ায় গ্যাসের আগুনে মুহুর্তেই ৩ ভাইয়ের বসত ঘর পুড়ে ছাই। ব্যাপক ক্ষতির আশঙ্কা

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলার লোহাগাড়া সদর ইউনিয়নে সিলিন্ডারের গ্যাসের আগুনে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে গেছে। এতে স্থানীয় আবুল কাসের পাকা বাড়িও আংশিক পুড়ে গেছে। ২৪ আগস্ট২০ইং (সোমাবার) সন্ধ্যা ৬ টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট মাওলা পাড়ায় এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়াল ঘরে থাকা ২ টি গরু পুড়ে ভষ্ম হয়ে গেছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন, ওই এলাকার আবদুল নবীর পুত্র সৌদি প্রবাসী আবদুল জাব্বার, আবদুল মালেক, আবদুল জলিল। সরজমিনে গিয়ে দেখা যায়, আবদুল জাব্বারে বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় ৩ ভাইয়ের সেমি পাকা বাড়িসহ মুহুর্তে সব কিছু পুড়ে যায়। এ সময় পাশ্ববর্তী আবুল কাসেমের পাকা বাড়িও আংশিক পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবদুল জলিল কান্না জড়িত কন্ঠে বলেন , আগুনে স্বর্ণাংলাকার, নগদ টাকাসহ প্রয়োজনী সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে।আর কিছুই অবশিষ্ট রইলো না। আমাদের এখন কি হবে এখন আমরা কার কাছে যাব বলে কান্নায় ভেঙে পড়েন। এদিকে, খবর পেয়ে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে গ্যাসের সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে।ক্ষয়-ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে নির্ণয় করে বলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here