জসিম উদ্দিন (বান্দরবান) প্রতিনিধিঃ চট্টগ্রাম লোহাগাড়া যেন করোনার স্বর্গ ভূমিতে পরিনত হচ্ছে।
আজ শনিবার (৩০মে) উপজেলার আমিরাবাদ সৈয়দ পাড়ার মৃত হাজ্বী আবুল হোসেনের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (৪২) কয়েক দিন জ্বর, সর্দি, কাশিতে ভোগে সকাল ৯. টায় চট্টগ্রাম মেডিক্যাল নেওয়ার পথে ইন্তেকাল করেন( ইন্না-লিল্লাহ – রজিউন)
মৃত্যু কালে সে স্ত্রী চার ছেলে- মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার ছোট ভাই মোহাম্মদ আবদুল গফুর সওদাগর বিষয়টি নিশ্চিত করেন।









