ইউসুফ আহম্মেদ,স্টাপ রিপোটার: শীতের শুরুতেই সারাদেশের পাইকারি বাজারে নানা সবজির সরবরাহ বেড়েছে। এতে দামও কমতে শুরু করেছে।
প্রতিদিন ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে সবজির চালান নিয়ে ছোটেন ব্যবসায়ীরা। ফলে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম। পাইকারি সবজির হাটে শীতের শুরুতে নানাজাতের সবজির সরবরাহ বেড়েছে। লাউ, বেগুন, মিষ্টি কুমড়ো, করলা, ধনেপাতাসহ সব ধরনের সবজি পাওয়ার যাচ্ছে বাজারে। সরবরাহ বেশি আর দাম নাগালের মধ্যে থাকায় পাইকারি ক্রেতা এবং বিক্রেতা উভয়ে খুশি।









