শেরপুরে করোনা ভাইরাস হতে সৃষ্ট পরিস্থিতির সামগ্রিক মনিটরিং

0
103
শেরপুরে করোনা ভাইরাস হতে সৃষ্ট পরিস্থিতির সামগ্রিক মনিটরিং


শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনার কলি মাহবুব স্যার এর নির্দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধকল্পে এবং জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখছেন জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।

বুধবার দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, বাজার তদারকি এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে মোট ৪৪টি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময় পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে সংক্রামক রোগ সৃষ্টিতে ঝুঁকি সৃষ্টি করার দায়ে দণ্ডবিধি আইন ১৮৬০ আইনের আওতায় ৫টি মামলায় মোট ১৩,২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

করোনা প্রতিরোধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here