সখীপুরে সাপের কামড়ে অন্তসত্ত্বা গৃহবধূর মৃত্যু

0
82
সখীপুরে সাপের কামড়ে অন্তসত্ত্বা গৃহবধূর মৃত্যু

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সখীপুরে বিষধর সাপের কামড়ে এক অন্তসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (০৮ ই জুলাই) রাত নয়টায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। এতে নিহত ওই গৃহবধূর নাম শারমিন আক্তার (১৯)। তিনি সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী। আর ওই গৃহবধূ তিন মাসের অন্তসত্ত্বা ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন জানিয়েছেন, “সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের বাড়িতে সন্ধ্যার দিকে মুরগির খোয়াড়ের (মুরগি পালনের ছোট ঘর) ঢাকনা দিতে গিয়ে ওই নারীকে সাপে কামড় দেয়। কিছুক্ষণ পর ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন।”

আর ওই সময় স্বজনেরা তাঁকে সখীপুর পৌর শহরের একটি ওষুধের দোকানে নিয়ে আসেন। রাত আটটার দিকে ওই ওষুধের দোকানদার সাপে কাটার ভ্যকসিন দিলেও কোনো উন্নতি না হওয়ায় রাত নয়টার দিকে অজ্ঞান অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। আর সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেছেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেছেন, “হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার কোনো ভ্যাকসিনও নেই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here