সাতক্ষীরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

0
97
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার প্রাণসায়ের খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত বছর এই উচ্ছেদ অভিযান শুরু হলেও বাধার মুখে থেমে যায়। যা আবারো শুরু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ আনসার ব্যাটালিয়ন পৌরসভা পানি উন্নয়ন বোর্ড এর সমন্বয়ে মাছ বাজার এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে তা শহরের কেন্দ্রবিন্দু পাকাপুলের মোড় ছাড়িয়ে টাউনবাজার এলাকার দিকে অগ্রসর হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কারও মতে এ উচ্ছেদ অভিযান চালানোর সঠিক হয়েছে, কারও মতে পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান চালানো ঠিক হয়নি।

এদিকে অনেকে জানিয়েছেন, তারা দোকানের মালপত্র বের করতে পারেনি। যদিও জেলা প্রশাসন জানিয়েছে, নিয়ম মেনেই নোটিশের পর উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ‘প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই খালের দুই ধারে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

জেলা প্রশাসক আরো বলেন, ‘মুজিব বর্ষের শুরুতে ‘গ্রিন সাতক্ষীরা ক্লিন সাতক্ষীরা’ প্রকল্পের আওতায় অবৈধ দখলদার উচ্ছেদ শুরু হয়। তবে কয়েকদিনের মধ্যে করোনা মহামারি শুরু হওয়ার কারণে উচ্ছেদ অভিযান স্থগিত ছিল। এখন তা আবার চালু হয়েছে।’

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here