সাভারে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ ব্যাক্তির’মৃত্যু

0
85
সাভারে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ ব্যাক্তির'মৃত্যু

মোঃইয়াসিন,সাভার প্রতিনিধি: ঢাকার সাভােরের মজিদপুরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 রবিবার(০৩ মে)রাতে ১.৩০ আবু বকর সিদ্দিক(৬৫) নামে এক ব্যাক্তি জ্বর,সর্দি, কাশি ও স্বাসকষ্ট উপস্বর্গ নিয়ে মারা যান। মৃত ব্যাক্তিকে তাড়াহুড়ো করে দাফন দেওয়াতে করোনা সনাক্তকরণ নমূনা সংগ্রহ করতে পারেনি বলে জানায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
 এলাকাবাসীর বরাত দিয়ে এক ব্যাক্তি জানান,রমজানের শুরুতেই নিহত ব্যাক্তির বাসাতে তারাহবির নামাজ পড়ানো হতো।এছাড়া তার পরিবারের একাধিক ব্যক্তি একই উপস্বর্গে ভুগছেন বলে জানা গেছে। 
বিষয়টি জানার পর মৃত ব্যাক্তির সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নমূনা সংগ্রহের ফলাফল হাতে না আসা পর্যন্ত বাড়ীটি লকডাউনের অনতর্ভূক্ত থাকবে।
প্রতিদিনের ন্যায় সাভার থেকে আজ ৪০টি নমূনা সংগ্রহ করা হয়েছে,যার অধিকাংশই পোশাক শ্রমিকের।

দৈনিক বার্তা ২৪ / ০৪ মে ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here