মোঃইয়াসিন, সাভার(উপজেলা) প্রতিনিধি: যেখানে করোনা ঝড়ে বিপর্যস্ত পৃথিবীতে এখন বেঁচে থাকাটাই স্বস্তি, বেঁচে থাকাটাই আনন্দ, সেখানে কিছু মানুষ আছে যারা বেঁচে থাকাটাকেই কেবল আনন্দের মনে করছেন না আনন্দ খুঁজছেন মানব সেবায়। সংস্কৃতিকর্মীদের সেবায় প্রচার, প্রকাশের তোয়াক্কা না করে সেবা করে চলেছেন নীরবে, নিভৃতে। একজন মানুষ কতটা মানবিক হতে পারেন এ মানুষটিকে না জানলে মন্তব্য করা যাবেনা- তিনি সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক, নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক স্মরণ সাহা। মানবিক এ মানুষটি করোনায় বিধ্বস্ত অসহায় জনগোষ্ঠি ও সমস্যায় আছেন এমন সংস্কৃতি কর্মীদের পাশে দাড়িয়েছেন অকৃত্রিম বন্ধুর মত। সহায়তা করে চলেছেন কখনো জাগরণী থিয়েটারের নামে, কখনো ব্যক্তি উদ্যোগে, কখনো উপজেলা প্রশাসনের পাশাপাশি ভলান্টারি সার্ভিসের মাধ্যমে।
করোনা পরিস্থিতির শুরুতে তার নেতৃত্বে জাগরণী থিয়েটার এক হাজার মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছিল, শুরু করেছিল বাসায় বাসায় স্বেচ্ছাশ্রমে বাজার সেবা প্রদান। উপজেলা প্রশাসনকে সরকারী ত্রাণ বিতরণে সার্বক্ষণিক প্যাকেটিং ও বিতরণে ভলান্টারি সার্ভিস প্রদান করেন তিনি এবং তার জাগরণীর একদল কর্মী। সমস্যায় আছেন এমন সংস্কৃতিকর্মীদের টানা সহযোগিতা প্রদান করেছেন তিনি।
একজন সঙ্গীত একাডেমির পরিচালক যখন ফোন করে বলেন, ‘দাদা বাইরে বৃষ্টি, ঘরে রাতের খাবার নাই’, একজন শিল্পী যখন বলেন, ‘দাদা এবারের প্যাকেটে চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভাল হয়’ কিংবা ‘দাদা সকালে কি খাব জানিনা’ মাননবতার দূত হয়ে ঝড়- বৃষ্টি উপেক্ষা করে তাদের সহায়তা পৌঁছে দেন দাদারূপী স্মরণ সাহা।
নাম প্রকাশে একজন শিল্পী ও সঙ্গীত একাডেমির পরিচালক বলেন ‘ স্মরণ সাহা সহায়তা না করলে আমার টিকে থাকাটাই কষ্ট হতো। আমি যতদূর জানি তার তদারকীতে সমস্যাগ্রস্ত প্রায় প্রতিটি শিল্পী সহায়তা পেয়ে চলেছেন।’
স্মরণ সাহাদের মত মানুষেরা প্রমাণ করেছে যে, মানুষ মানুষের জন্য, শিল্পীর পাশে শিল্পী।









