সুনামগঞ্জের প্রায় ৭৫ ভাগ ধানকাটা হয়েছে- তাহিরপুরে কৃষিমন্ত্রী বলেছেন

0
184
সুনামগঞ্জের প্রায় ৭৫ ভাগ ধানকাটা হয়েছে- তাহিরপুরে কৃষিমন্ত্রী বলেছেন

তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি : এবার ধানের বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন বলেছেন, এবার ধান ক্রয়ে কোন অনিয়ম সহ্য হবে করা না। লটারির মাধ্যেম প্রকৃত কৃষক যাচাই বাছাই করে এ্যাপস এর মাধ্যমে ক্রয় কাজ সম্পন্ন করা হবে।

সুনামগঞ্জসহ হাওরের সাত জেলায় গড়ে ৬৫ ভাগ ধান কাটা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের হাওরে প্রায় ৭৫ ভাগ ধানকাটা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ধানকাটা শেষ হবে।

বুধবার দুপুরে তাহিরপুর উপজেলার শনির হাওরে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কৃষক ও শ্রমিকদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জয়াসেন গুপ্তা এমপি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টর এম. এনামুল কবির ইমন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নিবার্হী অফিসার বিজেন ব্যনার্জি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, জেলা শ্রমিকলীগ আহবায়ক সেলিম আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, উপজেলা কৃষকলীগ আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ্র, রাহাদ হায়দার, মনিরাজ শাহ,শাহরুক হাসান পুলক প্রমুখ ।

দৈনিক বার্তা ২৪ / ২৯ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here