হঠাৎ বেড়েছে চালের দাম

0
118
হঠাৎ বেড়েছে চালের দাম

হঠাৎ বেড়েছে চালের দাম। রাজধানীর বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে মোটা চাল। যার ফলে বেড়েছে চিকন চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে চালের মানভেদে প্রতি কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।

তবে ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের শেষে চালের সরবরাহ কম থাকায় চালের দাম বেড়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা, যা আগে ছিল ৫৬ থেকে ৫৮ টাকা। নাজিরশাইল চালের দামও কেজিতে ২ টাকা বেড়ে ৬২ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে, ৪৪ থেকে ৪৬ টাকা কেজি বিক্রি হওয়া মাঝারি মানের চালের দাম বেড়ে ৪৮ থেকে ৫০ টাকা হয়েছে।

আড়তে চিকন চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, যা আগে ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। আর মাঝারি মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৪২ টাকা।

চালের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, মৌসুম এখন প্রায় শেষের দিকে চলে এসেছে। তাছাড়া এবার বছরজুড়েই প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। এখনও প্রতিদিন বৃষ্টি হচ্ছে। যে কারণে বাজারে ধানের সরবরাহ কম, দামও বেশি। ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দামও বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here