ভোডাফোনের কাছে হেরে গেল ভারত

0
105
ভোডাফোনের কাছে হেরে গেল ভারত

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ টেলিকম জায়ান্ট ভোডাফোনের কাছে ২০ হাজার কোটি রুপি কর দাবি করে করা মামলায় হেরে গেছে ভারত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হেগের আন্তর্জাতিক বিকল্প বিরোধ নিষ্পত্তি আদালত এই গুরুত্বপূর্ণ রায় দেন। রায়ে ভারতের দাবিকে অযৌক্তিক বলে আখ্যা দেয়া হয়। এবং ভারত যেভাবে ভোডাফোনের ওপর কর আরোপ করেছিল তা নেদারল্যান্ড ও ভারতের মধ্যকার বিনিয়োগ শর্তের পরিপন্থি বলেও উল্লেখ করে আদালত।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, রায়ে ভারতকে ভোডাফোনের কাছে দাবি করা ওই অর্থ চাওয়া বন্ধ করতে হবে এবং এই আইনী প্রক্রিয়ার ব্যয়ের ৪০ শতাংশ ক্ষতিপূরণ হিসেবে ভোডাফোনকে দেয়া উচিত।

২০০৭ সালে ভোডাফোন ভারতীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান হাচিসনকে অধিগ্রহণ করে। সেই অধিগ্রহণকে কেন্দ্র করে ১২ হাজার কোটি রুপি কর তা পরিশোধ করতে বিলম্ব করায় মাশুল হিসেবে আর ৭ হাজার ৯শ’ কোটি রুপিসহ মোট প্রায় ২০ হাজার কোটি রুপি দাবি করে আসছিল ভারত সরকার।

ভারতের দাবির শুরুতেই আদালতের দারস্থ হয় ভোডাফোন। এরই অংশ হিসেবে ২০১৪ সালে আন্তর্জাতিক মধ্যস্থতা ট্রাইবুনালের দ্বারস্থ হয় ভোডাফোন। এক দশকেরও বেশি সময় মামলা চলার পর নিজেদের পক্ষে রায় পেল ভোডাফোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here